সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)
দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯
ফোন: ০০৮৮-০২ ৭৭৮৯৩৩৯, ফ্যাক্স: ০০৮৮-০২-৭৭৮৯৬২০
ই-মেইল: siuaere@yahoo.com, siubaec@gmail.com
ওয়েব: http://www.baec.org.bd/aeresiu.php
বৈজ্ঞানিক তথ্য ইউনিট ভবন
ভূমিকাঃ
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকেই বৈজ্ঞানিক তথ্য ইউনিট (এসআইইউ) অত্র প্রতিষ্ঠানের সামগ্রিক বৈজ্ঞানিক কর্মকান্ডের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণের দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি, এ ইউনিট দেশের অভ্যন্তরে এবং বিদেশে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে পরমাণু বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রচার সম্পর্কিত কাজের সমন্বয় সাধন করে। অত্র ইউনিটে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডের ফলাফল এবং কৃতিত্বের বিষয়াবলী ডকুমেন্টেশন করা হয়। বৈজ্ঞানিক তথ্য ইউনিট ১৯৮১ সাল থেকেই এইআরইতে একটি সেবাধর্মী ইউনিট হিসেবে কার্যক্রম অব্যাহত রেখেছে। অত্র ইউনিটের সামগ্রিক কার্যক্রম প্রধানতঃ তিনটি ভাগে বিভক্ত, যেমনঃ ক) গ্রন্থাগার ব্যবস্থাপনা এবং তথ্য সেবা খ) জনসংযোগ এবং পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ধারণা প্রদান এবং গ) ডকুমেন্টেশন ও প্রকাশনা। এ ইউনিট থেকে দেশী/বিদেশী ছাত্র/ছাত্রী এবং প্রতিনিধি/অতিথিবৃন্দের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের (এইআরই) বিভিন্ন ইন্সটিটউট/ইউনিট পরিদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়া এ ইউনিট পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন বিশেষ অনুষ্ঠান, জাতীয় দিবসের অনুষ্ঠানমালা, গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডের সাফল্য ইত্যাদি প্রেস রিলিজ আকারে প্রকাশ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।
লক্ষ্য/উদ্দেশ্যঃ
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণা কর্মকান্ডকে সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নিতে প্রয়োজনীয় তথ্য সেবা প্রদান করা এবং পরমাণু বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা আমাদের অন্যতম লক্ষ্য। এছাড়া সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক তথ্য ইউনিটের লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরুপঃ-
ক) পরমাণু শক্তি গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ, সংরক্ষণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা
খ) গবেষণা ক্ষেত্রে তথ্য সরবরাহ ও ব্যবহার নিশ্চিতকরণ
গ) তথ্য সম্পদের ব্যবহার সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে সচেতনতা/আগ্রহ সৃষ্টি করা
ঘ) বিজ্ঞানী ও জনসাধারণের মধ্যে সংযোগ স্থাপন, মতামত বিনিময়ের ক্ষেত্রে সুযোগ সৃষ্টির ব্যবস্থা গ্রহণ
ঙ) গবেষণা সংশ্লিষ্ট প্রতিবেদন সংকলন, সম্পাদনা, প্রকাশনা ও বিতরণের পদক্ষেপ গ্রহণ
চ) বিজ্ঞান ভিত্তিক তথ্য ও প্রতিবেদন সংগ্রহ, প্রকাশনা ও বিতরণকারী দেশী/বিদেশী সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা
কার্যক্রম/সেবাসমূহঃ
ক) গ্রন্থাগার ব্যবস্থাপনা এবং তথ্য সেবাঃ
• বই, বিজ্ঞান পত্রিকা, ম্যাগাজিন, রিভিউ, সাময়িকী, বৈজ্ঞানিক প্রকাশনা, সংবাদপত্র এবং অন্যান্য লাইব্রেরি/পাঠ্য উপকরণ নির্বাচন, সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বিতরণ
• পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন ইনস্টিটিউট লাইব্রেরির জন্য কেন্দ্রীয়ভাবে পাঠ্য সামগ্রী নির্বাচন, সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ। এক্ষেত্রে বৈজ্ঞানিক তথ্য ইউনিট পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভূমিকা পালন করে থাকে
• হিনারী /আগোরা/ ওএআরই এর মাধ্যমে ই-জার্নাল/ই-বুক পরিষেবা প্রদান
• গবেষণা এবং উন্নয়ন কর্মকান্ড সম্পাদনের লক্ষ্যে তথ্য অনুসন্ধানের জন্য ইন্টারনেট ব্রাউজিং সুবিধা প্রদান
• এলএমআইএস নামের লাইব্রেরী ডেটাবেস এর মাধ্যমে ই-ক্যাটালগ সার্ভিস প্রদান করা
• চলতি তথ্য জ্ঞাপন সেবা (সিএএস) এবং নির্বাচিত তথ্য জ্ঞাপন সেবা (এসডিআই) প্রদান
• বিবিলিওগ্রাফি, ইনডেক্স, সারমর্ম, ইত্যাদি সংকলন করা এবং তা থেকে সেবা প্রদান করা
গ্রন্থাগার সামগ্রী প্রক্রিয়াকরণ কর্মকান্ড |
অনলাইন জার্নাল ব্রাউজিং সেবা |
সাধারণ পাঠকক্ষ সেবা/সুবিধা |
খ) জনসংযোগ এবং পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ধারণা প্রদান
• পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সকল বৈজ্ঞানিক পরিদর্শন (ছাত্র/ছাত্রী এবং প্রতিনিধি) কার্যক্রম ব্যবস্থাপনা
• প্রচারের জন্য পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম এবং সেবাসমূহের স্থির চিত্র/ভিডিও সেবা প্রদান
• প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সংবাদ প্রচার
• লাইব্রেরী ও তথ্য সেবা বিষয়ক সেমিনার এবং সিম্পোজিয়ামের আয়োজন করা
• পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে আয়োজিত সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রদর্শনী কার্যক্রমে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম উপস্থাপন |
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম উপস্থাপন |
দর্শণার্থীদের গবেষণাগার পরিদর্শন |
গ) ডকুমেন্টেশন এবং প্রকাশনাঃ
• পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক প্রযুক্তি প্রতিবেদন, নিউজলেটার, ব্রশিউর, লিফলেট, প্যাম্পলেট এবং অন্যান্য গবেষণা রিপোর্ট সংকলন, সম্পাদনা এবং প্রকাশনা
• জার্নাল, বুকলেট এবং গবেষণা প্রতিবেদন সংগ্রহ ও সংরক্ষণ
• বিভিন্ন গবেষণার নমুনা, ইভেন্ট, জাতীয় অনুষ্ঠান এবং পরিদর্শন ইত্যাদি অনুষ্ঠানের স্থিরচিত্র/ভিডিও ধারণ
• রিপ্রোগ্রাফি সেবা প্রদান
• ফ্যাক্স পরিষেবা
• পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রমের তথ্যচিত্র এবং মাল্টিমিডিয়া স্লাইড উপস্থাপন
• নিউজ ক্লিপিং সংকলন এবং সংরক্ষণ
এসআইইউ কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রযুক্তি প্রতিবেদন এবং এইআরই ব্রশিউর |
এসআইইউ কর্তৃক প্রকাশিত অভ্যন্তরীণ প্রতিবেদন |
এসআইইউ কর্তৃক প্রকাশিত সকল প্রকাশনা একই ফ্রেমে |
অর্জিত সাফল্যঃ
ক) অত্র ইউনিটে ব্যবহৃত গ্রন্থাগার ব্যবস্থাপনা ডেটাবেস এর সাম্প্রতিক ডেটা এন্ট্রির মাধ্যমে সমসাময়িক করা হয়েছে। এর ফলে গ্রন্থাগার সেবা কার্যক্রমের মান বেড়েছে
খ) বিভিন্ন অনলাইন প্লাটফর্ম যেমন হিনারি, আগোরা এবং ওএআরই এর মাধ্যমে বিনামূল্যে অনলাইন জার্ণাল/বই/রিপোর্ট ডাউনলোডের সুযোগ সৃষ্টি হয়েছে
গ) এইআরই বার্ষিক প্রযুক্তি প্রতিবেদন, ব্রশিউর ও বিভিন্ন অভ্যন্তরীন রিপোর্ট অত্যন্ত যত্ন সহকারে অত্র ইউনিট থেকে নিয়মিত প্রকাশ করা হয়ে থাকে
ঘ) এইআরইতে অনুষ্ঠিত সকল অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণের স্থিরচিত্র/ভিডিও ধারণ এবং সংরক্ষণ করা হয়
অন্যান্যঃ
ই-জার্নাল এবং ই-তথ্য প্রাপ্তিতে প্রয়োজনীয় লিংকসমূহঃ
E-Journal via: HINARI, AGORA, OARE – link: http://www.who.int/hinari/en/
E-Journal via: INASP – Link: http://www.inasp.info/en/network/country/BD/resources/
Directory of Open Access Journals (DOAJ): link: https://doaj.org/
Open Access Journals List: Link: - http://www.omicsonline.org/open-access-journals-list.php
Open Access Journals List from Wikipedia: link:-https://en.wikipedia.org/wiki/List_of_open_access_journals
Open Access Journals List from Elsevier: Link: https://www.elsevier.com/about/open-science/open-access/open-access-journals
Open Access Journals List from Springer: Link: http://www.springeropen.com/journals
Free Online Full-text Articles from High Wire: Link: - http://highwire.stanford.edu/lists/freeart.dtl